ঢাকাবুধবার , ১০ মে ২০২৩

রাজশাহীতে এসে পৌঁছেছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট দলের খেলোয়াড়রা

মে ১০, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ । ৮৬ জন

রাজশাহীতে এসে পৌঁছেছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট দলের খেলোয়াড়রা। মঙ্গলবার বিকেলে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের ইউএস-বাংলার বিমানের একটি ফ্লাইটে তারা রাজশাহীতে এসে পৌঁছায়। পরে তাদের কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে বিমানবন্দর থেকে নিয়ে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা নগরীর একটি তারাকা হোটেলে উঠে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল চার দিনের ম্যাচে খেলে পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া রাজশাহীতে শেষ তিনটি ওয়ানডে হবে ১১, ১৩ ও ১৫ মে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ ১৭ মে রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।