ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  • অন্যান্য

রাজশাহী শিক্ষাবোর্ডে গণিতে বহিষ্কার দুই

মে ১০, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ । ১২৪ জন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষায় দুইজনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। এরমধ্যে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমহনী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাজেদুল ইসলাম ও বগুড়ার ধাওয়াগী উচ্চ বিদ্যালয়ের ছাত্র গোলাম মোস্তফা।

বিকেলে রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৮ হাজার ৪১২ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮৬ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থী। এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৬ জন। সেই হিসেবে অনুপস্থিতি পরীক্ষার্থীর ১ দশমিক ০৭ শতাংশ।

Paris
Paris