নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) একদিনে সর্বোচ্চ মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) রাজশাহী নির্বাচন অফিস থেকে ১৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৩০ এপ্রিল থেকে মনোনয়ন বিতরণ শুরুর পর এইদিন সর্বোচ্চ মনোনয়ন সংগ্রহ করা হয় বলে জানিয়েছে নির্বাচন অফিস।
এদিন মেয়র পদে কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেনি। এই ১৩৮ জনের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১০৭ ও সংরক্ষিত আসনে ৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার সর্বোচ্চ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। প্রার্থীরা চাইলে যেকোনো সময় এসে মনোয়নপত্র উত্তোলন করতে পারবেন। তবে প্রার্থীদের মানতে হবে নির্বাচনী আচারণবিধি। কোনো অবস্থাতেই নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করা যাবে না।
এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার। এবার সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়া ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে।