রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউপির সর্বরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে বিশেষ এ উঠান বৈঠকের আয়োজন করেন উপজেলা তথ্যকেন্দ্র অফিস।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা তথ্যকেন্দ্রের কর্মকর্তা (তথ্য আপা) জেবুন নেছা, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী ইকরামুল বারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উঠান বৈঠকে এলাকার দুই শতাধিক নারী অংশ নেয়।