ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান

মে ১১, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ । ৭৯ জন

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিছিয়ে পড়া দেশগুলোকে আরও বেশি আর্থিক সহায়তা দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অ্যাকসিলারেটিং ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টি, ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তাদের ফান্ড দিতে হবে।’

তিনি বলেন, ‘বহু দেশ এখনো পিছিয়ে আছে। তাদের সহযোগিতা করা প্রয়োজন। আমাদের যে অভিজ্ঞতা, সেটাও আমরা সবার সঙ্গে শেয়ার করতে রাজি।’

শেখ হাসিনা বলেন, ‘একটা ভালো ফান্ড তৈরি করে যেসব এলাকা এখনো উন্নত না বা যেগুলো এখনো স্বাস্থ্যের দিকে খুব বেশি এগুতে পারেনি, তাদের স্বাস্থ্য ও পুষ্টি খাতে সহযোগিতা করা উচিত। কারণ, স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল।’

রাইজিংবিডি

Paris