রাজশাহী জেলা ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে নকল প্রসাধনী ও এবং তৈরির উপকরণ ও সরঞ্জাম সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমি এ তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
এতে বলা হয়, শুক্রবার ভোড় সাড়ে ৬টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লতা হারবাল কোম্পানির নাম নকল করে ভেজাল প্রসাধনী সামগ্রী, ক্রিম ও বিভিন্ন কেমিক্যাল দ্বারা তৈরী অন্যান্য ব্যান্ডের ক্রিম, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল ওই এলাকার ইসমাইল হোসেন এর স্ত্রী শেফালি বেগম (৫৫) গ্রেফতার করা হয়।
একই দিনে সকাল সাড়ে ৮টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর গরুহাটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় লতা হারবাল কোম্পানির নাম নকল করে ভেজাল প্রসাধনী সামগ্রী, ক্রিম, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ উপজেলার বিহারীপাড়া এলাকার নুরুন্নবী ওরফে নবির মাষ্টারের স্ত্রী সুমি খাতুন (৩০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক ৫জন আসামীর বিরুদ্ধে পুঠিয়া এবং চারঘাট মডেল থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন দেশি এবং বিদেশি ব্যান্ডের প্রসাধনী তৈরি এবং মোড়কজাত করে বিপনন করে আসছিল। ইতঃপূর্বেও পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট এলাকায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এ ধরনের ভেজাল প্রসাধনী এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সচেতন রাজশাহীবাসীকে এ সংক্রান্তে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করে পুলিশ।