রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ২৩নং ওয়ার্ডে পাঁচানী মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সভায় সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা জহির উদ্দিন জোসি।
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সহ মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।