ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩

সাউথ এশিয়া বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন মোস্তাফিজুর রহমান

মে ১৩, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ । ১৬৬ জন

ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাউথ এশিয়া বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩-এ ভূষিত হয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক ও গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লি. এর ব্যবস্থাপনার পরিচালক ইঞ্জিনিয়ার মো: মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১২ মে) নেপালের কাঠমান্ডুতে সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এবং নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে নেপাল-বাংলাদেশ বাণিজ্যিক ও পর্যটন শিল্পের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী বিভিন্ন গুণিজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুদান কিরাতি, ও স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী, প্রতিনিধি পরিষদের সদস্য, প্রাক্তন তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য মোহন বাহাদুর বসনেত, নেপাল ঔষধ লিমিটেডের চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য ও সরবরাহ, সরকার নেপালের, নেপাল কংগ্রেসের সিনিয়র নেতা যজ্ঞপ্রসাদ নিউপণে, জল সরবরাহের প্রাক্তন মন্ত্রী, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য, নেপাল সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক, নেপালি কংগ্রেস উমাকান্ত চৌধুরী, বাগমতি রাজ্য বিধানসভার সদস্য এবং নেপালি কংগ্রেসের সাধারণ কমিটির সদস্য, ভক্তপুর সুরেশ শ্রেষ্ঠ সহ ডঃ ভরত থাপা, নৈনসিং মহর, মিঃ মুক্তি দাহল, মোঃ মোখলেস উর রহমান এবং সভাপতি হিসেবে ছিলেন সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এর পরিচালক এমডি গোলাম ফারুক মজনু সাউথ এশিয়া বিজনেস এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড হলো দক্ষিণ এশিয়া একটি মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে গণ্য হয়। এটি এমন ব্যক্তিদের প্রদান করা হয় যারা ব্যবসা ও লিডারশিপ এবং সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন।

ইঞ্জিনিয়ার মো: মোস্তাফিজুর রহমান। তিনি ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়া বিজনেসএন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড এ ভূষিত করা হয়েছে ইঞ্জিনিয়ার মো: মোস্তাফিজুর রহমান গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লি. এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে রিয়েল এস্টেট জগতে সেবা প্রদানসহ কর্মসংস্থানের ব্যাপক ভূমিকা পালন করছেন। এছাড়া তিনি বর্তমানে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।