ঢাকারবিবার , ১৪ মে ২০২৩

আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মে ১৪, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ । ১৩০ জন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্টিত হয়েছে।  আজ রবিবার সকাল ৮ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। প্যারেডে সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার আরএমপি’র অফিসার ও ফোর্সদের নিয়মিত প্যারেড অনুশীলন, সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন-সহ বিভন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
May be an image of 13 people and grass
প্যারেড পরিচালনা করেন শারমিন আকতার চুমকি, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক)।
মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর)  মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা-সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Paris