দেশের ইতিহাসে তিনিই প্রথম মাত্র ২২ বছর বয়সে রিয়েল এস্টেটের মতো কঠিন কাজের উদ্যোগ নিয়ে সফল হয়েছেন।
শিল্প সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে- অপ্রতিরোধ্য অগ্রযাত্রার ‘তারুণ্য দীপ্ত’ প্রতিষ্ঠান ‘গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড’। অল্প সময়েই নিরলসভাবে সময় দিয়ে প্রতিষ্ঠানটিকে বিশ্বস্ত নামে পরিণত করেছেন গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান (সিয়াত)।
মাত্রই ডিপ্লোমা পাস করে উদ্যোগ নিয়ে ব্যবসার পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিংও শেষ করেছেন। এখন ২৯ বছর বয়সী এই তরুন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, রাজশাহী জেলার সকল ব্যবসায়িকদের প্রতিনিধিত্ব করছেন।
এবার এইসব অর্জনের সাথে ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরো যোগ হলো সাউথ এশিয়া বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৩।
গত শুক্রবার নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এবং সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের যৌথ উদ্যোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল থামেল পার্কের অডিটরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোঃ মোস্তাফিজুর রহমানের হাতে পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানটির প্রধান অতিথি নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুদান কেরাতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী মোহন বাহাদুর বাসনেত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নেপাল ঔষধি লিমিটেডের চেয়ারম্যান যজ্ঞ প্রসাদ নেউপানে, সাবেক জল সরবরাহমন্ত্রী উমাকান্ত চৌধুরী, এনআরএন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ডা. ভরত থাপা।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন, সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের পরিচালক মো. গোলাম ফারুক মজনু।
এ ছাড়া নেপাল সরকার এবং নেপাল ও বাংলাদেশের করপোরেট জগতের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘নেপালি টুপি আর উত্তরীয় গায়ে জড়িয়ে কী মনে হলো? মানে, অনুভূতি কী হলো?’ জিজ্ঞেস করা হলে। পুরস্কার গ্রহণ শেষে মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এই অর্জন বাংলাদেশের। আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু মাত্র।