ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩

এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাজশাহী চেম্বার অব কমার্সের প্রচারণা

মে ১৬, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ । ৮৬ জন

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণা চালিয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজশাহী নগরীর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রচারণা চালান নেতৃবৃন্দ।

প্রচারণায় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, আসাদুজ্জামান রবি প্রমুখ।

এসময় রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, উন্নয়ন এখন দৃশ্যমান। আমরা চায় আগামী পাঁচবছর শুধু রাজশাহীতে উদ্যোক্তা গড়ে উঠুক। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় এবার ঘোষণা দিয়েছেন তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমরাও চায় রাজশাহীতে বিপুল পরিমাণে উদ্যোক্তা হোক। তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুবিধা দেবে। তাই আগামী নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প কেউ হতে পারবে না।

এছাড়াও ব্যবসায়ী সংঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Paris
Paris