রাজধানী ঢাকার উত্তরার আবদুল্লাহপুরে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কোটবাড়ি রেলগেট এলাকায় হাতিটিকে একটি ট্রেন ধাক্কা দেয়।
রেলওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে আসা একটি ট্রেন রেল লাইনের পাশে থাকা দুটি হাতির মধ্যে একটিকে ধাক্কা দেয়। এতে হাতিটি মারা যায়।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস হাতিটিকে ধাক্কা দেয়। পরে হাতিটিকে একটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি ওই এলাকা ছেড়ে যায়।
তিনি জানান, বিমানবন্দর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর আলী জানান, দুর্ঘটনার পর মাহুত অন্য হাতিটি নিয়ে পালিয়ে যায়। মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে।
যুগান্তর