ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩

মুফতি শাহাদত আলী আর নেই

মে ১৭, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ । ১১০ জন

রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের খতীব ও শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার আনুমানিক বেলা ৩টার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
মরহুমের জানাযার নামাজ আজ রাত সাড়ে ৯টায় দরগাহপাড়া শাহ মখদুম রুপোস (রহ) জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার (১৭ মে) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Paris
Paris