ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  • অন্যান্য

অভিনয় জীবনকে বিদায় জানাবেন রজনীকান্ত

মে ১৯, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ । ৮৯ জন

শুধু দক্ষিণ ভারতের নয় গোটা ভারতেরই বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। তার অভিনয় মন কেড়েছে অসংখ্য ভক্তের।

দক্ষিণী সিনেমার আজ যে জনপ্রিয়তা, এর ফেছনে তার অবদান অনেকটা। এখন গুঞ্জন উঠেছে অভিনয় জীবনকে নাকি বিদায় জানাচ্ছেন রজনীকান্ত। নিজের ১৭১তম সিনেমার কাজ শেষ করে নাকি অভিনয় জীবনকে বিদায় জানাবেন রজনীকান্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারের তামিল সিনেমা নির্মাতা ও অভিনেতা মিশকিন জানান, ১৭১তম সিনেমায় কাজ করার পরই নাকি শেষ হচ্ছে রজনীকান্তের অভিনয় জীবন।

তিনি আরও জানান,পেশাদার অভিনেতা হিসেবে নিজের শেষ অধ্যায় যাতে নিখুঁত হয়, তা নিশ্চিত করতে চান থালাইভা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি রজনীকান্ত নিজে।

ঢাকা পোস্ট