কলকাতার বাজারে ৬২ হাজার ছাড়িয়ে যাওয়া সোনার দর অনেকটাই কমেছে। দু’দিন প্রতি ১০ গ্রাম সোনার দর ১১০ টাকা করে বাড়লেও গত তিন দিনে মোট কমেছে ১ হাজার ১৪০ টাকা। গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রাম প্রতি দর ছিল ৬২ হাজার ১৩০ টাকা। সেটাই কমে বৃহস্পতিবার হয়েছে ৬১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে এক সপ্তাহে দাম কমেছে ৯৩০ টাকা।
এই সময়ে কমেছে গয়নার সোনার (২২ ক্যারাট) দামও। ১১ তারিখ প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ টাকা। সেটাই বৃহস্পতিবার হয়েছে ৫৬ হাজার ১০০ টাকা।
বৈশাখের মতোই জ্যৈষ্ঠ মাসেই বিয়ের মৌসুম রয়েছে। সেই সময়ে গয়নার চাহিদা খুচরা বাজারে বাড়তে পারে। তবে সোনার দাম সামগ্রিক ভাবে চড়া থাকায় হালকা গয়নাই বেশি বিক্রি হওয়ার আশা করছেন বিক্রেতারা। একইভাবে রুপার গয়না যাদের পছন্দ সেই রকম ক্রেতাও মিলতে পারে খুচরা বাজারে।
সূত্র : আনন্দবাজার/ ঢাকা পোস্ট