ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  • অন্যান্য

নিহত সেনাসদস্য তৌহিদুলের মরদেহ রাজশাহীতে দাফন

মে ১৯, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ । ৫১ জন

বান্দরবানের রুমায় সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) হামলায় নিহত সেনাসদস্য তৌহিদুল ইসলামের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় জেলার বাগমারা উপজেলার নরদাশ গ্রামে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে বিকেল ৫টায় নরদাশ কলেজ মাঠে তৌহিদুলের জানাজা পড়ানো হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেয়। এর আগে বিকেলে তার মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। মা নাসিমা বেগম ছেলের মরদেহের পাশে এসে কান্নায় ভেঙে পড়েন। ছেলের মৃত্যুর খবরে বাবা মহসিন আলী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান বলেন, নিহতের পরিবারের পাশে সর্বদা আমরা রয়েছি। তাদের সরকারিভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ।

Paris