ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  • অন্যান্য

এক জাহাজে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬ গাড়ি

মে ২০, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ । ৮২ জন

জাপানের ৯২৬টি বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি মালেয়শিয়া স্টার’।

শনিবার (২০ মে) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি মালেয়শিয়া স্টার’।

জাহাজ থেকে গাড়িরখালাস শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

এর আগে ১২ মে সিঙ্গাপুরের একটি বন্দর থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

বিদেশি জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’-এর স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এই জাহাজে ১৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। ১৮ মে ৪৫০টি গাড়ি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। অবশিষ্ট ৯২৬টি গাড়ি মোংলা বন্দরে আনা হয়েছে। আগামী ৩ জুন মালয়েশিয়া স্টার জাহাজে করে আসবে গাড়ির আরও একটি চালান।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স আ্যন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। বর্তমানে ধারাবাহিকভাবে গাড়ি আমদানি করা হচ্ছে। ভবিষ্যতে গাড়ি আমদানি আরও বাড়বে বলেও জানান বারবিডার এই নেতা।

এর আগে ০৪ মে সকালে এক জাহাজে ৭০৩টি রিকন্ডিশন গাড়ি আসে বাগেরহাটের মোংলা বন্দরে।

বাংলানিউজ