বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, কারও কাছে হাত পাতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার (২০ মে) দুপুরের রাজশাহীর বাঘা উপজেলায় আম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে গত ১৭ মেয়ে রাজশাহীতে যুবাদের বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দেখতে যান পাকিস্তানের হাইকমিশনার। ওইসময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহীর আম এবং বাণিজ্যিক দিক নিয়ে আলাপ করেন। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
রাজশাহীর আম ক্রমেই সারাবিশ্বে সমাদৃত হচ্ছে বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবছরই বাংলাদেশের উৎকৃষ্টমানের আম বিদেশে রপ্তানি হচ্ছে। এবারও ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বেশিরভাগই যাবে বাঘা থেকে।