নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠছে নগরী। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হতে এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে। তবে এরই মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছে। একই সাথে নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়ন পত্র তুলে জমা দিতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান (পরশ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার (২১ মে) দুপুরে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (পরশ) ১৫নং ওয়ার্ডবাসীর কাছে ভোট ও দোয়া চেয়ে বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে চাই। ইনশাআল্লাহ আমার ওয়ার্ডবাসীর আশা ও আস্থা আমাকে আরো সাহসী করেছে। নির্বাচনে যদি আমি জয়লাভ করি তাহলে এই জয় আমার হবে না, এই জয় হবে ১৫নং ওয়ার্ডবাসীর।
তিনি আরও বলেন, আমি এই ওয়ার্ডকে রাজশাহী সিটি কর্পোরেশনের রোল মডেল হিসেবে গড়তে চাই।
এসময় উপস্থিত ছিলেন, ময়েজ উদ্দিন, মন্টু প্রভেসরসহ এলাকাবাসী।
প্রসঙ্গত, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। আর এ নির্বাচনে মনোনয়ন পত্র বিতরণ গত ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ২৩ মে পর্যন্ত। আর যাচাই-বাছাই করা হবে ২৫ মে পর্যন্ত। ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।