ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  • অন্যান্য

ফ্রান্সে নৈশক্লাব থেকে বের হতেই বন্দুক হামলা, নিহত ৩

মে ২২, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ । ৬৮ জন

ফ্রান্সে একটি নৈশক্লাবের বাইরে গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় নগরী মার্সেইতে নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা হয়।

পুলিশ বলছে, গাড়িতে পাঁচজন ছিলেন। হামলায় তিনজন নিহত হলেও বাকি দু’জন পালিয়ে যায়। এছাড়া অজ্ঞাত হামলাকারীরাও ঘটনাস্থল পালিয়ে যেতে সক্ষম হয়। বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনার সঙ্গে মাদক ব্যবসার যোগসাজশ রয়েছে বলে মনে করছে পুলিশ।

জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত মার্সেইতে মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা ২১ জনে পৌঁছেছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্সেই হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর। সর্বশেষ এই গুলির ঘটনা শহরটির একটি আবাসিক এলাকায় ঘটেছে। গাড়িটিতে পাঁচজন লোক ছিল এবং তাদের সবার বয়সই ২০ থেকে ৩০ বছরের মধ্যে। স্থানীয় সময় ভোর ৫টার দিকে নাইটক্লাব থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই ওই পাঁচজনের বহনকারী গাড়িতে গুলি চালানো হয়। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন