ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  • অন্যান্য

রাণীনগরে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মে ২৩, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ । ৯৫ জন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ফসলের ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে জামিল প্রামানিক (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিক জামিল প্রামানিক উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আজাদ প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, জামিলসহ তিনজন শ্রমিক মঙ্গলবার বিকেল আনুমানিক তিনটার দিকে ভবানীপুর মাঠে একটি ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জামিল গুরুত্বর আহত হন। এমতাবস্থায় তার সহপাঠীসহ স্থানীয় লোকজন জামিলকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Paris