ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩

রাজশাহী সিটি নির্বাচন: চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়ন জমা

মে ২৪, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ । ৫২ জন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর (পুরুষ) ১২৪ ও সংরক্ষিত আসনে ৪৬ জন নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে চারজন হলেন- আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাকের পার্টির লতিব আনোয়ার, ইসলামী আন্দোলনের মুর্শিদ আলম ও জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন।

মঙ্গলবার (২৩ মে) রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এর আগে গত ৩০ এপ্রিল থেকে মনোনয়ন উত্তোলন শুরু হয়।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মোট ১৭৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর (পুরুষ) ১২৪ ও সংরক্ষিত আসনের ৪৬ জন নারী মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Paris