অন্তর্বাস পরে হাজির হতে বলেছিলেন পরিচালক, সাক্ষাৎকারে বিস্ফোরক প্রিয়াঙ্কা - Greencity24

অন্তর্বাস পরে হাজির হতে বলেছিলেন পরিচালক, সাক্ষাৎকারে বিস্ফোরক প্রিয়াঙ্কা

প্রকাশ: মে ২৫, ২০২৩

কিছুদিন আগে বলিউড ছাড়তে ‘বাধ্য’ করা হয় এমন দাবির পর প্রিয়াঙ্কার চোপড়ার সাক্ষাৎকারের দিকে বাড়তি আগ্রহ থাকে ভক্ত-অনুসারীদের। নতুন দেওয়া সাক্ষাৎকারেও এক বলিউড পরিচালক সম্পর্কে অভিযোগ করলেন অভিনেত্রী।

‘দ্য জো রিপোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, এক পরিচালক তাঁকে অন্তর্বাস পরে হাজির হতে বলেছিলেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে ভারতীয় অভিনেত্রী বলেন, ‘এটা ২০০২ বা ২০০৩ সালের ঘটনা, একটা সিনেমার শুটিং করছিলাম তখন।

PRIYANKA-Gifs&Pics&Clips on Twitter: "Priyanka Chopra looks stunning at  Bvlgari Event in Venice 🤩😍 #PriyankaChopra https://t.co/JjyQovc7z1" /  Twitter

আমার চরিত্রটি ছিল আন্ডারকাভারে থাকা এক তরুণীর, যে এক ব্যক্তিকে প্রলুব্ধ করে। এটা করতে গিয়ে একটি পোশাক খুলে ফেলে, এ জন্য আমি বেশ কয়েকটি পোশাক পরেছিলাম। কিন্তু ছবির পরিচালক বলেন, দৃশ্যটিতে আমাকে অন্তর্বাস পরে শুটিং করতে হবে। না হলে ছবিটি কেন মানুষ দেখতে আসবে, এমন কথাও বলেন।’

এরপর কী হয়, সাক্ষাৎকারে সেটিও জানিয়েছেন প্রিয়াঙ্কা, ‘ওই পরিচালক কথাটি সরাসরি আমাকে বলেননি, বলেছেন আমার স্টাইলিস্টকে।

তবে তখন আমি সেখানে হাজির ছিলাম। ওই কথা শোনার পর বিষয়টি আমার কাছে অমানবিক মনে হয়েছিল। মনে হচ্ছিল আমার কাজ, আমার অবদান কিছুই গুরুত্বপূর্ণ নয়।’

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও জানান, ঘটনাটির পর তিনি তাঁর বাবার পরামর্শে ছবি থেকে সরে দাঁড়ান। দুই দিন শুটিং করার খরচসহ আগাম নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দেন। প্রিয়াঙ্কার ভাষ্যে, ‘ওই কথার পর পরিচালকের সঙ্গে প্রতিদিন কাজ করা কঠিন ছিল।’

এই ঘটনার কথা অবশ্য প্রিয়াঙ্কা আগেই জানিয়েছেন তাঁর আত্মজীবনী ‘আনফিনিশড’-এ।

প্রিয়াঙ্কার চোপড়া

সম্প্রতি প্রিয়াঙ্কাকে দেখা গেছে রুশো ভ্রাতৃদ্বয়ের সিরিজ ‘সিটাডেল’-এ। স্পাই থ্রিলারধর্মী সিরিজটিতে প্রিয়াঙ্কার বিপরীতে দেখা গেছে রিচার্ড ম্যাডেনকে।

প্রথম আলো