ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩

রাসিক নির্বাচন: লাঙ্গলের প্রচারণায় ‘নৌকার স্লোগান’

জুন ৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ । ১১৮ জন

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত মেয়রপ্রার্থীরা। এরই মধ্যে লাঙ্গল প্রতীকের গণসংযোগে গিয়ে ‘নৌকা স্লোগান’ তোলেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে লাঙ্গল প্রতীকের প্রার্থীর প্রচারণায় তাকে ‘নৌকা মার্কা আছে, নৌকা’- এমন স্লোগান দিতে দেখা গেছে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

জানা গেছে, আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচরণায় নতুন তিন মেয়রপ্রার্থীর নিষ্কৃয়তা নগরবাসীর আলোচনায় এসেছে। এমন অবস্থায় লাঙ্গলের জনসংযোগে গিয়ে নৌকা প্রতীকের স্লোগান দিয়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু।

সোমবার (৫ জুন) নগরীর সাহেববাজার এলাকায় জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ‘লাঙ্গল’ প্রতীকের সাইফুল ইসলাম স্বপন জনসংযোগ করছিলেন। তার পাশে থেকেই নগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু ‘নৌকা মার্কা আছে’ বলে স্লোগান দেন। এসময় মেয়রপ্রার্থী স্বপন ছাড়া অন্য নেতাকর্মীরাও স্লোগান দেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ‘লাঙ্গল’ প্রতীকের সাইফুল ইসলাম স্বপন বলেন, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু অনিচ্ছাকৃতভাবে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে স্লোগান দিয়েছে। এই জন্য মিন্টু ক্ষমা চেয়েছেন। বুধবার তাকে হুশিয়ারি করে চিঠি দেওয়া হবে। এরপরে কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঢাকা পোস্ট

Paris