ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
  • অন্যান্য

ঈদুল আজহা ২৯ জুন

জুন ১৯, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ । ২৭১ জন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (২০ জুন) থেকে শুরু জিলহজ মাস। আর আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) ১০ জিলহজ সারা দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটিও এ ঘোষণা দিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায়, মঙ্গলবার (২০ জুন) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলানিউজ