ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  • অন্যান্য

‘আপত্তিকর’ প্রশ্নে, শান্ত জবাব শ্রুতির

জুন ২২, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ । ১২২ জন

কখনও ঠোঁটে সার্জারি করানো, কখনও ব্যক্তিগত সম্পর্কের ইস্যুতে কটূক্তি শুনতে হয় শ্রুতি হাসানকে। তবে এসবে মোটেও বিচলিত নন দক্ষিণী এই তারকা। নিজের মতোই চলতে, জীবন যাপন করতে পছন্দ করেন।

সম্প্রতি শ্রুতি নিজের ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ সেশনে অংশ নেন। যেখানে তার অনুসারীরা নানান ধরনের প্রশ্ন করেছেন। আর তিনি সেগুলোর উত্তর দিয়েছেন।

Shruti Haasan exudes glamour in a black slit skirt set! | Indian Filmy Actress

 

এই সেশনেই এক অনুসারী ‘আপত্তিকর’ একটি প্রশ্ন করে বসেন। জানতে চান, ‘আপনি গাঁজা খান, তাই না?’ এমন প্রশ্ন শুনে হয়ত শ্রুতির রাগ হয়েছে। তবে তা নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ জবাব দিয়েছেন তিনি। জবাবটা এরকম, ‘না, আমি শুকনো মাদক নিই না। আমি একটি শান্ত জীবন যাপন করি এবং এর জন্য আমি আনন্দিত।’

শ্রুতি হাসানের চলতি বছরটা দুটো বড় ছবিতে শুরু হয়েছে। নান্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে ‘ভীরা সিমা রেড্ডি’ এবং চিরঞ্জীবীর সঙ্গে ‘ওয়াল্টার ভিরাইয়া’ ছবিতে দেখা গেছে তাকে।

Shruti hassan hot sexy Photos in Poojai Movie songs – chandrakanth

এছাড়া বর্তমানে তার হাতে বড় কয়েকটি প্রজেক্ট রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত হলো ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এই ছবির নায়ক প্রভাস। ছবিটি আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।