ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  • অন্যান্য

আমি এ বছর ২৪- এ পড়লাম: সানি

জুন ২৪, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ । ১৪৮ জন

গত মাসে ৪২ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। কিন্তু নিজের বয়স যে ৪০ পার হয়েছে সেটা মানতে নারাজ এই তারকা।

ঠাট্টা করে সানি নিজের বয়স পাল্টে বলেন, ‘উইকিপিডিয়া আর অন্যান্য ওয়েবসাইট দেখাচ্ছে যে, আমার বয়স ৪২ হয়েছে। কিন্তু আসলে আমি এ বছর ২৪- এ পড়লাম।’

বয়স নিয়ে ব্যাপক চর্চা হয় বলিউডে। বিনোদন দুনিয়ায় কাজ করলে কি যৌবন ধরে রাখাটাই মূল? সে বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘আমরা এমন একটা দুনিয়ায় কাজ করি, যেটা রোজ বদলায়। নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন চরিত্রের প্রয়োজন হয়। নিজেকে যেভাবে উপস্থাপন করবে, তার উপরেই পরবর্তী সময়ে কেমন কাজ আসবে সেটা নির্ভর করবে।’

Sunny Leone Hot HD Wallpaper Free Download | Salman Khan HD Wallpaper

সানির দাবি, বেশ কিছু ভাল চরিত্রে বলিউডের বিশিষ্ট এবং বয়স্ক অভিনেতারা কাজ করছেন। দর্শক ভালোবেসে দেখছেন। কারণ পর্দায় চরিত্র অনুযায়ী অভিনয়ই আসল, বয়স নয়।

এই অভিনেত্রীর কাছে বয়স একটি সংখ্যামাত্র। সানি বললেন, ‘আমি আমার বাবা-মায়ের মতো বয়স নিয়ে চিন্তা করি না। বাবা-মা আমার বয়সে ভাবতেন, কত বুড়ো হয়ে গেছেন তারা! আমি এসব পাত্তা দেই না। জীবন নিয়ে অনেক উৎসাহ-উদ্দীপনা আছে আমার।’

পরিবার থেকেই বেঁচে থাকার রসদ পান সানি। ক্যারিয়ারে ভালো কিছু কাজ করার সুযোগ পেয়েছেন বলেও নিজেকে ভাগ্যবতী ভাবেন।

Pics: Sunny Leone's Curvy Treat

অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘কেনেডি’-তে সবশেষ দেখা গেছে সানি লিওনকে। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটি।

ঢাকা পোস্ট