রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নগরীর রাণীবাজারস্থ এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
পুর্ননির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ বুলবুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ,স্বাধীনতা শিক্ষক পরিষদ, রাজশাহীর নেতৃবৃন্দ, রাজশাহী বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, ধর্ম সংঘ, রাজশাহী, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপ, ইনসাব রাজশাহী জেলা কমিটি, রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটি সহ সর্বস্তরের জনসাধারণ।