ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  • অন্যান্য

অটো সব সময়ের জন্য সেরা: শ্রদ্ধা

জুন ২৫, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ । ১১১ জন

বলিউডের ‘আশিকি-২’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই কাজ থেকে যেন দূরে সরে আছেন তিনি। তবে কাজ প্রচুর অর্থ উপার্জন করলেও এ অভিনেত্রী সবসময় সাধারণভাবেই জীবন-যাপন করতে পছন্দ করেন।

সম্প্রতি শ্রদ্ধাকে মুম্বাইয়ে অটোরিকশায় করে চলাচল করতে দেখা গেছে। এরপর থেকেই নেটিজেনদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঁকি দিচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন যে টাকা বাঁচাতেই অটোতে চলাচল করছে শ্রদ্ধা। আবার অনেকে লিখেছেন যে, সবটাই দর্শকদের নজরকাড়ার প্রচেষ্টা।

তবে এসবের কোন কিছুরই তোয়াক্কা করেন না অভিনেত্রী। তিনি বাহ্যিক চাকচিক্য থেকে সব সময়ই দূরে থাকার চেষ্টা করেন। সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটাই যেন তার বিশেষ বৈশিষ্ট্য।

Shraddha Kapoor Enjoys Auto-Rickshaw Ride In Mumbai

শ্রদ্ধার অটোরিকশায় ভ্রমণের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার ভিডিওতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ভিডিওতে দেখা যায় যে পাপারাজ্জিরা ঘিরে ধরেছে অভিনেত্রীকে। তখন তারা শ্রদ্ধার কাছে জানতে চায় কেমন লাগছে এই সফর!

কোনো দ্বিধা না করে উত্তরে অভিনেত্রী বলেন, ‘অটো সব সময়ের জন্য সেরা।’ বর্তমানে কোনো কাজ না করলেও তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব। আর এখন চিত্রনাট্য পড়ার কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

জাগোনিউজ