ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  • অন্যান্য

রাণীনগরের বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর, সম্পাদক রায়হান

জুন ২৫, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ । ১২৩ জন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা বাজারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ব্যালটে ভোটের মাধ্যমে মো: মিজানুর রহমানকে সভাপতি ও আবু রায়হানকে সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম সবুজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বড়গাছা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান। সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক জাকির হোসেন ও মেজবাউল হক লিটন।

বিএনপি নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু। আমন্ত্রিত অতিথি ছিলেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এছাহক আলী। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মখলেছুর রহমান বাবু, নজরুল ইসলাম, মাহমুদুল হাসান মধুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Paris
Paris