ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুন ২০২৩

বাংলাদেশকে ‘ঈদ মোবারক’ জানাল আর্জেন্টিনা জাতীয় দল

জুন ২৯, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ । ৭৬ জন

ডেস্ক রিপোর্ট :
এমনটা তো প্রত্যাশিতই ছিল! কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের হৃদয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অনেক উদ্‌যাপনেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। আজ পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশের মানুষের এই খুশির দিনে তাই শুভেচ্ছা জানাতেও দেরি করেনি আর্জেন্টিনা। আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ইদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে ইদের শুভেচ্ছা জানানো হয়েছে। এই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

¡A todos nuestros queridos amigos de Bangladesh, la Asociación del Fútbol Argentino les desea Eid Mubarak!

Que esta ocasión festiva esté llena de amor, paz y momentos memorables compartidos con los seres queridos. pic.twitter.com/LrYRRAcKbI

— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) June 28, 2023

বাংলাদেশ ও আর্জেন্টিনার ভাষা ও সংস্কৃতিতে মিল নেই। ভৌগোলিকভাবে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটারের বেশি। তবে কাতার বিশ্বকাপ ও মেসির কারণে এই দূরত্ব ঘুচে গেছে মনের টানে। বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছিল। পুরো বিশ্ব মনে রেখেছে কি না তা জানার উপায় নেই, তবে বাংলাদেশের সেই উন্মাদনা এখনো ভালোই মনে রেখেছে আর্জেন্টিনা।
বাংলাদেশের মানুষ ম্যারাডোনা-প্রীতি থেকে আর্জেন্টিনার প্রতি আগেও ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু এবার কাতার বিশ্বকাপে অতীতের সেই উন্মাদনাও হার মেনেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং এই উন্মাদনার বেশির ভাগটাই যাঁর জন্য, সেই মেসিও বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ নিজ ইচ্ছাতেই বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। আগামী ৩ থেকে ৫ জুলাই এই গোলরক্ষক ঢাকা ও কলকাতা সফর করবেন। পুরো আর্জেন্টিনা দলেরও বাংলাদেশ সফর করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত তা আর হয়নি। কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজও খুলেছিলেন আর্জেন্টাইনরা।