বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, সহ বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন ও তৃতীয় দিন শুক্রবার ও শনিবার উপশহরস্থ নিজ বাসভবনে তিনি এ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ সহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।