ঢাকারবিবার , ২ জুলাই ২০২৩
  • অন্যান্য

ভোমরা বন্দর দিয়ে এলো ৬০ টন কাঁচা মরিচ

জুলাই ২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ । ১০৩ জন

ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ জুলাই) সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ জানায়, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর প্রথম চালানেই ৬টি ট্রাকে কাঁচা মরিচ এসেছে। প্রতি ট্রাকে ১০ টন করে মোট ৬০ টন কাঁচা মরিচ রয়েছে। সন্ধ্যায় আরও কিছু কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করতে পারে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, ‘আজ কাঁচা মরিচের ৬টি ট্রাক প্রবেশ করেছে। সন্ধ্যায় আরও কয়েকটি ট্রাক প্রবেশ করতে পারে। এর ফলে, স্থানীয় বাজারসহ দেশের সব বাজারে কাঁচা মরিচের দাম কমবে।’

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, ‘সকাল থেকে কয়েকটি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে। ধীরে ধীরে আরও করবে।’

সাতক্ষীরা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, ‘সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচ ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ ভোমরা বন্দর দিয়ে কিছু কাঁচা মরিচের ট্রাক প্রবেশে করেছে। ইতিমধ্যে দাম কমতে শুরু হয়েছে। দু-একদিন গেলে দাম ৫০-৬০ টাকা কেজিতে চলে আসবে।’

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত মঙ্গলবার (২৭ জুন) থেকে শনিবার (১ জুলাই) পর্যন্ত ৫ দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

রাইজিংবিডি

Paris