ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩

ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান আমির

জুলাই ৪, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ । ৬০ জন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে অংশ নেন শহিদ আফ্রিদি, শোয়েব আখতারের মতো পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।

সীমান্ত নিয়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে আইপিএলে খেলা তো দূরে থাক, ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে যায়।

আইসিসি এবং এসিসির ইভেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। সঙ্গতকারণেই আইপিএলে খেলার সুযোগ হারান পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফদের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০২০ সালে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির।

পাকিস্তানের সাবেক এই তারকা পেস বোলার এখন চেষ্টা করে যাচ্ছেন ইংল্যান্ডের নাগরিকত্বের জন্য। ব্রিটিশ নাগরিকত্ব পেলে তিনি আইপিএলে খেলার চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন আমির। এমনটি জানিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রথমেই বলে নেই- আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। আমি পাকিস্তানের সঙ্গে খেলেছি। দ্বিতীয় কথা হচ্ছে- আইপিএল শুরু হতে এখনো এক বছর বাকি। ওই সময় কী হয়, তা সময়ই বলে দেবে। আমি ধাপে ধাপে এগোব। আমি ২০২৪ সালের আইপিএলে খেলার চিন্তাভাবনা শুরু করেছি। যখন আমি আমার পাসপোর্ট হাতে পাব, তখন যে সুযোগই আসবে লুফে নেব।

যুগান্তর