ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩

বহু বছর পর সেই মিলনায়তনে শ্রুতি

জুলাই ৪, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ । ৯৬ জন

গতকাল সোমবার বিকেলে ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছেন শ্রুতি হাসান। তাঁর একটি ছবিতে শ্রুতিকে গাইতে দেখা গেছে। কৈশোরে খোলা চুলে, কালো পোশাকে নিজেকে সাজিয়েছিলেন তিনি।

তার বহু বছর পর গতকাল একই মিলনায়তনে দৃশ্য ধারণে অংশ নেন শ্রুতি। আজও কালো পোশাকেই ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন এই অভিনেত্রী
তার বহু বছর পর গতকাল একই মিলনায়তনে দৃশ্য ধারণে অংশ নেন শ্রুতি। আজও কালো পোশাকেই ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন এই অভিনেত্রীছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম পোস্টে শ্রুতি হাসান লিখেছেন, ‘জীবন একটি চক্রের মধ্যে ঘুরতে থাকে। আজ আমি সেন্ট অ্যান্ড্রুস মিলনায়তনে শুটিং করেছি। বহু বছর আগে ১৭ বছর বয়সে আমি এখানে গান গেয়েছিলাম। জীবন সুন্দর। আপনার ছোট ছোট স্বপ্নকে কখনো উপেক্ষা করবেন না। কারণ, একদিন সেসব স্বপ্নই আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে।’
ইনস্টাগ্রাম পোস্টে শ্রুতি হাসান লিখেছেন, ‘জীবন একটি চক্রের মধ্যে ঘুরতে থাকে। আজ আমি সেন্ট অ্যান্ড্রুস মিলনায়তনে শুটিং করেছি। বহু বছর আগে ১৭ বছর বয়সে আমি এখানে গান গেয়েছিলাম। জীবন সুন্দর। আপনার ছোট ছোট স্বপ্নকে কখনো উপেক্ষা করবেন না। কারণ, একদিন সেসব স্বপ্নই আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে।’ছবি: ইনস্টাগ্রাম

আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে শ্রুতি অভিনীত সিনেমা ‘সালার’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন
আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে শ্রুতি অভিনীত সিনেমা ‘সালার’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন।

‘সালার’ সিনেমায় আদিয়া নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি হাসান।
প্রথম আলো