বড় মেয়ে আকসা আফ্রিদিকে শনিবার নাসিরের হাতে তুলে দেন শহীদ আফ্রিদি। মেয়েকে নিয়ে এক আবেগঘন টুইটবার্তায় সেই খবর দিলেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার।
গত বছর ডিসেম্বরে নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আকসা। এবার আনুষ্ঠানিকভাবে বাবার বাড়ি থেকে বিদায় (রুখসাতি) নিলেন তিনি।
প্রিয় মেয়ের প্রতি একটি আবেগঘন বার্তাসহ আফ্রিদি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রুখসাতির (আনুষ্ঠানিকভাবে বাবার বাড়ি থেকে বিদায়) অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক এই দম্পতিকে তাদের জীবনের একটি নতুন অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছেন।
‘মেরি পেয়ারি বেটি’ শিরোনামে তিনি লিখেছেন- যখন আমি আপনাকে আমার কোলে তুলে নিয়েছিলাম তখন নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবসময় তোমার প্রতি আমার সমর্থন থাকবে। যদিও তুমি তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, তুমি সর্বদা আমার হৃদয়ে থাকবে। কারণ আমি সেই ব্যক্তি যে তোমাকে প্রথম ভালোবেসেছে।
তিনি আরও লিখেছেন- আল্লাহ তোমাদের উভয়কে তার তার হেফাজতে রাখুন এবং একটি সুন্দর জীবন গড়ার সুযোগ দিক। আমিন।
ছবিতে দেখা যায়, আকসা সোনালি রঙের একটি বিলাসী খাঁটি-লাল সারারা পরেছিলেন।
যুগান্তর