ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  • অন্যান্য

তিন ম্যাচেই হার, মন ভালো নেই পাপনের

জুলাই ৯, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ । ১০৬ জন

খুলনা, চট্টগ্রাম এবং মিরপর। তিন ভেন্যুতে খেলছে বাংলাদেশের তিনটি ক্রিকেট দল। অথচ তিন ম্যাচের কোনোটিতে সুখবর নেই বাংলাদেশের।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে (৬-৭ জুলাই) দুই দিনের ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ হারে ১০ রানে।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৩২ রানের টার্গেট তাড়ায় ১৪২ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১১৪ রান করে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি হারে ৭ উইকেটে।

গত তিন দিনে ৩ ম্যাচেই পরাজয় দেখে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলা শেষে বিসিবি সভাপতি বলেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হয়। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না।’

নারী দলকে নিয়ে পাপন বলেন, মেয়েদের ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। তারপরও ভারতের সঙ্গে ভালো খেলেছে, ভবিষ্যতে আরো ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওদের সেভাবে সুযোগ-সুবিধা দিতে পারি না। ওরা যেরকম পায়, ওদের সম্ভাবনা খুবই ভালো।

আফগানিস্তানের বিপক্ষে সাকিব-তামিমদের সিরিজ হারের ব্যাপারে পাপন বলেন, ওটা ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিক হবে।

যুগান্তর