ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  • অন্যান্য

বছরে কত কোটি টাকা আয় করেন দীপিকা

জুলাই ১০, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ । ৮৩ জন

বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় দিয়ে অভিষেক করেছিলেন তিনি। এর আগে বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেছিলেন এই অভিনেত্রী।

বর্তমানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন দীপিকা। সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য জন্য ১৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। যেখানে দীপিকার সহ-অভিনেতা পেয়েছিলেন ১০ কোটি টাকা। ভারতীয় সিনেমায় অভিনেত্রী হিসেবে দীপিকাই প্রথম, যিনি কোনো পুরুষ সহ-অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন।

Deepika Padukone's stunning look at the Oscars​ | TOIPhotogallery

সম্প্রতি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট কোম্পানি স্টকগ্রোর এক টুইট অনুসারে, এই অভিনেত্রী বছরে প্রায় ৪০ কোটি টাকার বেশি আয় করেন। ২০১৮ সাল থেকে ‘পাঠান’ অভিনেত্রী তার পারিশ্রমিকও বাড়িয়েছেন। ছবিপ্রতি ১৫ কোটি টাকা করে নিচ্ছেন। ব্র্যান্ড অনুমোদনের জন্য ৭-১০ কোটি টাকা নেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইনস্টাগ্রাম, টুইটার) প্রত্যেক পোস্টের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা পান।

অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ব্যবসায়িক বিনিয়োগও করেছেন দীপিকা। যার মধ্যে রয়েছে তার স্কিনকেয়ার ব্র্যান্ড। এছাড়া এই অভিনেত্রীর নিজের প্রোডাকশন হাউসও আছে। ব্যবসা এবং সম্পত্তি মিলিয়ে দীপিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৯৭ কোটি টাকা। মুম্বাইয়ে ১১৯ কোটি টাকা এবং ৬ কোটি টাকার দুটি বাড়ি রয়েছে তার।

HQ Pics n Galleries !!: Deepika Padukone Latest Hot Stills From Fiama  magazine

দীপিকাকে শীঘ্রই দেখা যাবে নাগ অশ্বিনের ‘প্রোজেক্ট কে’ সিনেমায়। এই ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখবেন অভিনেত্রী। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।

ঢাকা পোস্ট