ঢাকাবুধবার , ১২ জুলাই ২০২৩
  • অন্যান্য

বৃহস্পতিবার রাজশাহী আসছেন কৃষিমন্ত্রী

জুলাই ১২, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ । ৬৮ জন

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজশাহী আসছেন। তিনি বিমানযোগে সকাল সোয়া ৮টায় রাজশাহী পৌঁছাবেন।

এদিন সকাল ৯টায় মন্ত্রী রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় আমবাগান এবং আমচাষি রফিকুল ইসলামের বাগান পরিদর্শন করবেন। দুপুর ১২টায় কানসার্ট উপজেলায় কানসার্ট ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনাল এর মাল্টি-কোল্ড স্টোরেজ এবং ছত্রাজিতপুর পলিনেট হাউস পরিদর্শন করবেন।

বিকেল ৩টায় মন্ত্রী আ লিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগদান করবেন। বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হবেন। আর এদিন বিকেল সোয়া ৬টায় মন্ত্রী আকাশ পথে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। বাংলানিউজ

 

Paris