কয়েক বছর আগে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে। সম্প্রতি সেই মামলায় আদালতে হাজিরা দিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আড়াই কোটি টাকার জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় ২০১৮ সালে অভিযুক্ত হন আমিশা ও তার সহযোগী কুণাল গুমর। সেই মামলার শুনানি চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নিদোর্ষ বলে দাবি করেছেন ‘কাহো না প্যায়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী।
আমিশা ও তার সহযোগী কুণালের বিরুদ্ধে আড়াই কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেন ঝাড়খণ্ডের প্রযোজক অজয়।
তার অভিযোগ, ২০১৮ সালে একটি ছবি তৈরির জন্য অভিনেত্রীকে আড়াই কোটি টাকা ঋণ দেন তিনি। কথা ছিল, তাদের ছবি ‘দেশি ম্যাজিক’ তৈরি হয়ে মুক্তি পাওয়ার পর সুদসহ সেই টাকা ফেরত দেবেন তারা। পরে টাকা ফেরত চাইলে অজয়কে আড়াই কোটির বদলে তিন কোটির একটি চেক লিখে দেন আমিশা। সেই চেকও বাউন্স করে ব্যাঙ্কে। তারপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই প্রযোজক।
এদিকে আগামী মাসেই মুক্তি পেতে চলেছে আমিশার নতুন ছবি ‘গদর ২’। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি।
ঢাকা পোস্ট