ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  • অন্যান্য

ফ্রান্সে বিক্ষোভে আটকা পড়েছেন ঊর্বশি

জুলাই ১৩, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ । ৬৯ জন

ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে ফ্রান্সে বিক্ষোভে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশি রউতেলা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এ খবর জানান তিনি নিজেই।

সামাজিক মাধ্যমে ঊর্বশি লেখেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত অশান্তি। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।’

নিজের চেয়ে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি।

Urvashi Rautela | Urvashi Rautela looks | Urvashi Rautela fashion |  HerZindagi

ঊর্বশির জন্য দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘দেশে আমাদের পরিবারের সকলে এই অশান্তির খবর জেনেছেন। তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমার চেষ্টা করছি যেন নিজেদের নিরাপদ রাখতে পারি।’

জানা যায়, ফ্রান্সে ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এক কৃষ্ণাঙ্গ যুবকের। তারপরেই জ্বলে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের আগুন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। এখন পর্যন্ত এই নিয়ে সে দেশে বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক।

ঢাকা পোস্ট