ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  • অন্যান্য

রাণীনগরে ইউপি চেয়ারম্যানের নলকূপের ট্রান্সফরমার চুরি

জুলাই ২২, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ । ৭৫ জন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহজাহান আলীর অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চকারপুকুর মাঠ থেকে এই ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।

অগভীর নলকূপের মালিক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জানান, মাঠে ধানের বীজতলায় সেচ দেওয়ার জন্য তিনি অগভীর নলকূপটি চালু রেখেছিলো। শুক্রবার গভীর রাতে চোরেরা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে গেছে। এছাড়া একই রাতে ওই গ্রামের আব্দুল হাকিম নামে একজনের নলকূপের আরও একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করে চোরেরা। এছাড়া ওই রাতেই গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির একটি সাবমারসিবল মটর চুরির ঘটনা ঘটেছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Paris