রাজশাহী নগরীতে ২৬ বোতল ফেন্সিডিল-সহ একজনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন মোসা: মোমেনা বেগম (৩০)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মো: আশরাফুল ইসলামের স্ত্রী।
আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৪শে জুলাই রাত ৯ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের একটি বাড়িতে ফেন্সিডিল রয়েছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাত ৯:৫ টায় কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোমেনা বেগমকে তার বাড়ি হতে আটক করে এবং তার স্বামী আশরাফুল পালিয়ে যায়। এসময় আসামির বাড়ি তল্লাশি করে গোয়াল ঘরের মধ্যে মাটির নিচে বিশেষ কায়দায় পুতে রাখা অবস্থায় ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পুলিশকে জানায়, তারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিক্রি করে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামি’র বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে।