রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৩০ জুলাই) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রাজশাহী জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার সদর মো. সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত সিভিল সার্জন ডা. এসএম বায়েজিদ উল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী কলেজের উর্দু বিভাগের সহ-অধ্যাপক মোহা. আমিনুল ইসলাম, নিউ গভঃ ডিগ্রী কলেজের শিক্ষার্থী মোস্তারী খানম, রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. রাজিব সাফাহ।