ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩

সু চিকে আংশিক ক্ষমা করেছে সেনাবাহিনী

আগস্ট ১, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ । ১৪৫ জন

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা ১৯টি অভিযোগের মধ্যে পাঁচটিতে ক্ষমা করেছে সেনাবাহিনী। এর ফলে ৩৩ বছরের সাজা পাওয়া সু চির কারাদণ্ডের মেয়াদ ছয় বছর কমবে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সুচির সাথে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টেরও দুটি মামলায় সাজা কমানো হয়েছে। এই প্রথম সামরিক বাহিনী সু চি ও  মিন্টকে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত করা হয় সু চিকে। গত সপ্তাহে তাকে রাজধানী নেপিদোর কারাগার থেকে স্থানান্তরিত করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে কারাবন্দির পরিবর্তে গৃহবন্দি হিসাবে রাখা হবে। গত মাসে সু চিকে দেখতে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কারাগারে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সু চিকে মুক্তির কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে তিনি মিয়ানমার সফরে গিয়েছিলেন।

রাইজিংবিডি

Paris
Paris