ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩

তিন বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেফতার

আগস্ট ২, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ । ১১৬ জন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন (৫০) কে গ্রেফতার করেছে। বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ সদরের বালুডাঙ্গা বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন রাণীনগর উপজেলার গিরিগ্রামের মৃত আহমদ সোনারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, ২০১৪ সালে জকির হোসেনের নামে নওগাঁ সদর থানায় গরু চুরির মামলা রুজু হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত ২০১৯ সালে জকিরকে তিন বছরের সাজা প্রদান করেন। এরপর তাকে গ্রেফতারে ওয়ারেন্ট জারি করা হয়। সেই থেকেই সাজা এড়াতে জাকির দীর্ঘ চার বছর পলাতক ছিলেন।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে নওগাঁ সদরের বালুডাঙ্গা বাসট্যান্ড এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করেন। এদিন বিকালেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Paris
Paris