ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  • অন্যান্য

নব-নিযুক্ত ডিআইজিকে রাজশাহী চেম্বারের ফুলেল শুভেচ্ছা

আগস্ট ২০, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ । ৫২১ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর নব-নিযুক্ত ডিআইজি আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

শনিবার বেলা সাড়ে ১২ টায় রাজশাহী ডিআইজি রেঞ্জের কার্যালয়ে রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যগণ এ সাক্ষাত করেন ।

এসময় ডিআইজি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক আসাদুজ্জামান রবি, মোস্তাফিজুর রহমান এবং সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন।

Paris