ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

মাঠেই নামাজ আদায় করলেন পাকিস্তানি খেলোয়াড়রা

সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ । ১৪১ জন

নেপালের বিপক্ষে অনায়াস জয়ের পর পাকিস্তানের নজরে তখন ভারত ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের ভেন্যু পাল্লেকেলেতে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত ছিলেন দুই দলের ক্রিকেটাররা। অনুশীলনের ব্যস্ততার মাঝেও ধর্ম পালনের কথা ভুললেন না পাক ক্রিকেটাররা। নামাজের সময় হতেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন একে একে ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও।

ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে গতকাল (বুধবার) অনুশীলন শুরুর আগে মাঠেই নামাজ আদায় করেন পাকিস্তানি খেলোয়াড়রা। শাহিন আফ্রিদি-শাদাবদের নামাজ পড়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। খেলার ব্যস্ততার মাঝেও নামাজের কথা ভুলে না যাওয়ায় ভক্তরাও প্রশংসায় ভাসাচ্ছেন।

এদিকে, এশিয়া কাপের লড়াইয়ে ভারতের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শাহিন-রউফদের তোপের মুখে দলীয় শতরানের আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইশান-হার্দিক পান্ডিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে ভারত। ইশান অপরাজিত আছেন ৫৫ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার হার্দিক পান্ডিয়ার সংগ্রহ ৩৭ রান।

ঢাকা পোস্ট