ঢাকারবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

নির্মাতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নোরার

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ । ১২১ জন

প্রায় এক দশক ধরে বলিউডে কাজ করছেন নোরা ফাতেহি। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ নেচে রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। খেতাব পান ‘আইটেম গার্ল’র।

এরপর একে একে ‘কামারিয়া’, ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘মানিকে মাগে হিতে’, ‘জেহরা নেশা’র মতো সুপারহিট গানে নেচেছেন। কয়েকটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ও করেছেন।

Nora Fatehi's Breathtaking Blue Looks - MeraCollege.net

দীর্ঘ সময় কাজ করলেও বলিউডের কোনো সিনেমার মূল চরিত্রে নেওয়া হয়নি তাকে। এজন্য বলিউডের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করেন নোরা।

তিনি বলেন, ‘প্রতিবছর বলিউডে কিছু নির্দিষ্ট পরিমাণ সিনেমা তৈরি হয়। আর নির্মাতারা সবসময় তাদের চেনাজানা নায়িকা নিয়ে কাজ করেন, নতুনদের সুযোগ দিতে চান না।

যুগান্তর