ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

`তাঁর সেরা সময়েও বলিউডের শীর্ষ তারকা ছিলেন না Shilpa’

সেপ্টেম্বর ৪, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ । ৭১ জন

দেখতে দেখতে পথচলার ৩০ বছর হয়ে গেল। এই দীর্ঘ চলচ্চিত্র ভ্রমণে তিনি নানা কারণে আলোচনায় ছিলেন। তবে অভিনেত্রী হিসেবে হিন্দি সিনেমার শীর্ষ কেউই হয়ে উঠতে পারেননি। হচ্ছিল শিল্পা শেঠির কথা। ১৯৯৩ সালে ‘বাজিগর’ দিয়ে অভিষেক। এরপর ৩০ বছরের পথচলার সাফল্য–ব্যর্থতা নিয়ে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।

অনেক দিন ধরেই হিন্দি সিনেমায় অনিয়মিত শিল্পা। তবে ছোট পর্দায় তাঁকে নিয়ে ঠিকই চর্চা হয়। মূলত টেলিভিশনের বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হিসেবে তাঁকে দেখা যায়। শিল্পা জানান, এখন তো বটেই, তিনি তাঁর সেরা সময়েও বলিউডের শীর্ষ তারকা ছিলেন না।

Shilpa Shetty seems to be the queen of bling while flaunting an Ithr silver  pre-draped saree : Bollywood News - Bollywood Hungama

শিল্পা বলেন, ‘আমি কখনোই নিজেকে হিন্দি সিনেমার শীর্ষ ১০ অভিনয়শিল্পীর একজন মনে করি না। যদিও আমি দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। আমাদের প্রত্যেকের পথচলা আলাদা। এখন আমি হয়তো সিনেমা করি না। কিন্তু টিভি শো, পণ্যের প্রচারসহ নানা কাজে যুক্ত আছি।’

একই সাক্ষাৎকারে শিল্পা আরও জানান, তিনি অতীত নিয়ে পড়ে থাকতে চান না। ‘আগের শিক্ষা বর্তমানে কাজে লাগানো—অতীত নিয়ে এটাই আমার দর্শন। আগে কী হয়েছে না–হয়েছে, সেসব ফিরে দেখতে চাই না। আমি এমন একজন, যে কিনা বর্তমানে বাস করে।’

বছর কয়েক আগে পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দী ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা।

শিল্পা শেঠি। ফেসবুক থেকে

কিছুদিন আগেই বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেই ঘটনা নিয়ে সিনেমা হচ্ছে। এ বিষয়ে শিল্পার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে আমার কথা বলার কথা না।’

প্রথম আলো